ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীর টেক ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ যাত্রীরা হলেন-সেলিম খান (৪৫), ইমরান খান (১৫), মৌসুমী (১৬),আব্দুল কাদীর (৫০) ও সেলিম মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বেলা সাড়ে ১১টার দিকে আলীর টেক খেয়া ঘাট থেকে বুড়িগঙ্গা পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি উল্টে ডুবে যায়। অন্য যাত্রীরা নদী থেকে সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ যাত্রী নিখোঁজ হন।

তারা আরো জানান, তীরে উঠে আসা কয়েকজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক দিনমনী শর্মা বাংলানিউজকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে আমাদের সাত সদস্যের ডুবুরি দল বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।