ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আফরোজা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট-কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত আফরোজা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরি শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে দেবরের মোটরসাইকেল করে যাচ্ছিলেন আফরোজা বেগম। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কাছে এলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আফরোজা। পরে মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।