ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে জমি-জমা নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
কুড়িগ্রামে জমি-জমা নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আকতার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এদরে মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় জড়িত সন্দেহে বিকেল সাড়ে ৩টার দিকে ২ জনকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রুহানী বাংলানিউজকে জানান, মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামের বাসিন্দা আহম্মদ হোসেনের(৮৫) সঙ্গে তার সৎ ভাই আব্দুল সোবহানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার দুপুর ১২টার দিকে কুড়াল, দা, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে আহম্মদ হোসেনের ছেলে আকতার হোসেন (৪০) হাসপাতালে মারা যান। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আহম্মদ হোসেনের ছেলে আব্দুল বাতেন(৬৫), সামছুল হক (৫৫), ইব্রাহিম আলী(৫০), রুহুল আমিন(২৫), উল্যামিয়া(২০), আব্দুল সোবহানসহ তার ছেলে তাজুল ইসলাম (৪০) ও রাজুমিয়া(২২)।

আহতদের মধ্যে আব্দুল বাতেন, সামছুল হক, ইব্রাহিম আলী, উল্যামিয়ার অবস্থার অবনতি ঘটলে বিকেলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম সার্কেল এএসপি মাসুদ আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় তাজুল (৪০) ও রফিকুল (৩৫) নামে দু’ ভাইকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।