ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আল-আমিন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন।


 
দণ্ডাদেশপ্রাপ্ত আল-আমিন উপজেলার ভোলাব ইউনিয়নের পাইশকা এলাকার মৃত সামসুল হকের ছেলে।  
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন আল-আমিন। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা রূপগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন।  
 
অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  
 
পরে, তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।