ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন মন্দিরে হামলা

ঘটনাস্থলে আটক যুবক ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ঘটনাস্থলে আটক যুবক ৩ দিনের রিমান্ডে

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে বোমা-হামলার ঘটনায় আটক শরিফুল ইসলামকে (২৪) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক এ আদেশ দেন।



এরআগে শরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।


দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবু সাঈদ সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে, এ ঘটনায় গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাজেরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।