ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

সাভার(ঢাকা): আইনের শাসনের অভাবেই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটছে। এ অপরাধ প্রবণতা মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠেনি।

আমরা আইনের শাসন ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারিনি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ মানবাধিকার সম্মেলন ২০১৫ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারে বাংলাদেশের অবস্থান ভালো হলেও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এটি একটি চিন্তার কারণ। মানুষকে বিনা অপরাধে আটক, হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। মানবাধিকার কমিশন এ ধরনের অনেক অভিযোগ পেয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।