ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।  
 
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আজমপুর কোড়াতলি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 
 
আটক ব্যক্তিরা হলেন- কোড়াতলি গ্রামের বাসিন্দা ও মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী তাছলিমা আক্তার (২৫), দেলুর বোন মিনারা আক্তার (২৬) ও বাবা মহররম আলী (৬৫)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ২৭ নভেম্বর সকালে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া, মিনারার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।  
 
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান দেওয়ান মোহাম্মদ জিল্লুর।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।