ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ সম্মেলন শুরু

ঢাকা: ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে শুরু হয়েছে।   
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এ সম্মেলনের আয়োজন করেছে।

 
 
সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং জাতিসংঘের ডিজেস্টার রিস্ক রিডাকশন অফিস।  
 
দুর্যোগ ঝুঁকি প্রশমনে গঠিত ২০১৫-২০৩০ সেন্দাই ফ্রেমওয়ার্কের (sendai framework) আওতায় এটি প্রথম আর্ন্তজাতিক সম্মেলন। দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে এ সম্মেলনে আলোচনা করা হচ্ছে।
 
শনিবার সকালে ‘ঢাকা কনফারেন্স অন ডিসঅ্যাবিলিটি অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক সম্মেলনের উদ্ধোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।   
  
এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।   
  
তিনি বলেন, একেক ধরনের প্রতিবন্ধীর চাহিদা একেক রকম। একজন বাক প্রতিবন্ধী কোনো সাইরেন বা হর্ন শুনতে পায় না। যারা হুইলচেয়ারে চলাফেরা করে তারা নৌকায় একা পার হতে পারে না। এসব দৃষ্টিকোণ বিবেচনা করে প্রতিবন্ধীদের কথা শুনতে হবে।   
  
সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সব সমস্যা সমাধান করতে না পারলেও ইতোমধ্যে তাদের জন্য একটি আইন করেছে বলে জানান তিনি।   
  
সম্মেলনে সঙ্কট, সংঘাত ও অক্ষমতা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বইটির সম্পাদক ডা. ভালেরি লিন কার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন রকমের চাহিদা রয়েছে এবং সবার চাহিদা এক রকম নয়। তাই তাদের প্রতি যথাযথ আচরণ করা উচিৎ।   
  
সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, অ্যাডভোকেসি চিফ প্রেসিডেন্ট সাইদুল হক প্রমুখ।  
 
১৪ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এতে ২২টি দেশের ৭০ জন বিদেশি প্রতিনিধি এবং এনজিও’র ৫ শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫      
এসই/এমজেড

** প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ঢাকায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।