ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৫ ডাকাত সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আশুলিয়ায় ৫ ডাকাত সদস্য আটক ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার দোসাইদে মায়া-মিতু নামে একটি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।



শনিবার (১২ ডিসেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, গত ১৮ নভেম্বর আশুলিয়ায় দোসাইদে মায়া-মিতু পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫/২০ জনের ডাকাতদল কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নগদ টাকা, কারখানার যন্ত্রপাতি ও সাড়ে তিন টন পোশাক তৈরির কাপড়সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে পালিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক নাহিদ হাসান মুকুল বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্যের পাঁচজনকে আটক করা হয়।

বাকি ডাকাতদের আটক করতে অভিযান চলছে বলেও পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।