ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘ইউ-লুপ’ করবেন আনিস, দেখবেন খোকন

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
‘ইউ-লুপ’ করবেন আনিস, দেখবেন খোকন আনিসুল হক ও সাঈদ খোকন

ঢাকা: যানজট নিরসনে রাজধানীর বিভিন্ন স্থানে ২২টি ‘ইউ-লুপ’ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তবে এ প্রকল্পের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।


 
যানজট নিরসন প্রসঙ্গে বাংলানিউজের এক প্রশ্নের জবাবে মোবাইল ফোনে সাঈদ খোকন বলেন, ‘যানজট নিরসনে এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প নেই। তবে ইউ-লুপের মতো প্রকল্প আমরা গ্রহণ করবো না। এ প্রকল্পের সফলতার বিষয়ে সন্দেহ রয়েছে’।

বিভক্ত ঢাকার দুই নগর পিতা নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় প্রথম স্থানে রাজধানীর যানজট নিরসনের কথা উল্লেখ করেছিলেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে মহাপরিকল্পনা নিয়ে এক বছর পার হওয়ার আগেই মাঠে নেমেছেন মেয়র আনিসুল হক।

যানজট নিরসনে ‘ইউ-লুপ’ নির্মাণে মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর প্রকল্প এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন আনিসুল হক।     
 
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়া পর্যন্ত ২২টি ‘ইউ-লুপ’ তৈরির মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে ডিএনসিসি।
 
এদিকে পুরান ঢাকার যানজটের চিত্র কারোই অজানা নয়। বিশেষ করে পল্টন থেকে গুলিস্তান হয়ে সদরঘাটের দিকে যেতে অসহনীয় যানজটে নাকাল হন নগরবাসী।  
 
তবুও যানজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) দৃশ্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।     
 
ডিএসসিসি এলাকার যানজট নিরসনে কোন ধরনের প্রকল্প নেওয়া হবে বাংলানিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হলে মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকা উত্তর যদি সফল হয় তাহলে ইউ-লুপ প্রকল্প গ্রহণ করবো। তবে এ প্রকল্পের ঝুঁকি নেওয়ার মতো অবস্থা আমাদের নেই’।

ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ইউ-লুপ প্রকল্প ঝুঁকিপূর্ণ মনে করছেন সাঈদ খোকন। ‘তবুও যদি এ প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসি সফল হয়, তখন ডিএসসিসি ইউ-লুপ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেবে’- বলেন তিনি।
 
সাঈদ খোকন বলেন, ‘ইউ-লুপ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক্সক্লুসিভ বিষয়। তারা যদি এটা সফলতার সঙ্গে করতে পারে, যদি দেখি ভালো। তখন আমরা ইউ-লুপ বাস্তবায়নে উদ্যোগ নেবো’।
 
রাজধানীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ‘ইউ-লুপ’ স্থপতিদের নিশ্চিত ধারণা, গাজীপুর থেকে হাতিরঝিল সাতরাস্তা পর্যন্ত ২২টি ইউ-লুপ স্থাপিত হলে কমে যাবে ৩০ শতাংশ যানজট।

তাদের পরিকল্পনা মতে, ১ দশমিক ৫ কিলোমটার পর পর বসবে ইউ-লুপ। একটি থেকে আরেকটি ইউ-লুপের দূরত্ব হবে ৮০০ মিটার এবং সর্বোচ্চ দূরত্ব হবে ৩ দশমিক ২ কিলোমিটার।
 
ইউ-লুপের এ মডেলটি লুফে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। পছন্দ করে ফেলেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।  
 
ইউ-লুপ সিগন্যালে গাড়ি না থামিয়ে ইংরেজি ইউ অক্ষরের মতো রাস্তা ঘুরিয়ে যান চলাচল সচল রাখে।  

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এফবি/এএসআর

** ‘ইউ লুপ’ তৈরিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
** যানজট কমাতে এবার ২২টি ইউ-লুপ
** যানজট কমাতে সাতরাস্তা- চেরাগ আলী সড়কে ইউ লুপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।