ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে নৌরুট কর্তৃপক্ষ।

রোববার (১৩ ডিসেম্বর) ভোর ৬টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।



এ সময় অতিরিক্ত ঘন কুয়াশার ফলে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে রো রো (বড়) ফেরি গোলাম মওলা এবং কপোতি নামের ছোট একটি ফেরি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কমে গেলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।