ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ঢামেক হাসপাতালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অংশাপ্রু মারমা (৫০) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে কমলাপুর ব্যারাক থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সকাল ১১টার দিকে সেখানে মৃত্যু হয় তার।

অংশাপ্রু মারমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের কুলিপাড়া গ্রামে। তার কনস্টেবল আইডি নং- ২০।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, অংশাপ্রু মারমা ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে দায়িত্বে ছিলেন।

‘রোববার সকালেও কলকাতা থেকে ওই ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নামেন তিনি। পরে বিশ্রাম নিতে পুলিশের ব্যারাকে যান এবং সেখানে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ’

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে জান‍ান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৫
এজেডএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।