ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৫ মন্ত্রণালয়ে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
৫ মন্ত্রণালয়ে নতুন সচিব

ঢাকা: প্রশাসনের দুই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব পদে পদায়নসহ ৫ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।



আদেশে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলমকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদের বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব এবং জ্বালানী ও খণিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমুদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরও চার সচিবের দফতর বদল করা হয়েছে একই আদেশে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড, মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএমএ/আরএইচএস/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।