ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারের আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদ ২০ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মৌলভীবাজারের আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদ ২০ ডিসেম্বর আকমল হোসেন তালুকদার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত মৌলভীবাজারের রাজনগরের আকমল হোসেন তালুকদারকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাকে আগামী ২০ ডিসেম্বর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা।



রোববার (১৩ ডিসেম্বর) প্রসিকিউটর শেখ মুশফিক কবির আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে ২০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

গত ২৬ নভেম্বর প্রসিকিউশনের আবেদনক্রমে একই মামলায় মৌলভীবাজারের রাজনগরের চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই রাজনগর উপজেলার পাঁচগাঁও এলাকার নিজ বাড়ি থেকে আকমল হোসেন তালুকদারকে (৭৮) গ্রেফতার করে পুলিশ। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল। পালিয়ে যাওয়ার আশঙ্কায় বাকি আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেননি প্রসিকিউশন।  

২৯ নভেম্বর আকমলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।

ওই চার আসামির বিরুদ্ধে মামলা রয়েছে হিন্দু সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা-গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে। এ মামলায় তদন্ত করছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।