ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে রাধা ও কৃষ্ণ মূর্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বেনাপোলে রাধা ও কৃষ্ণ মূর্তি উদ্ধার ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ধাতুর তৈরি রাধা ও পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



রোববার (১৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট যাত্রী টারমিনাল ও আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মূর্তি দু’টি উদ্ধার হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে পাসপোর্ট যাত্রীর ছদ্মবেশে এক পাচারকারী ভারত থেকে মূল্যবান একটি মূর্তি নিয়ে চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস পার হয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা চেকপোস্ট আন্তর্জাতিক যাত্রী টারমিনালের সামনে ওই যাত্রীকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ১৫ কেজি ওজনের একটি রাধা মূর্তি পাওয়া যায়।

অপরদিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাস থামিয়ে তল্লাশির সময় পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে পাঁচ কেজি ওজনের পিতলের তৈরি একটি কৃষ্ণ মূর্তি পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত মূর্তি দু’টির মধ্যে রাধা মূর্তিটি অনেক পুরানো ও মূল্যবান ধাতুর তৈরি বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে মূর্তি দু’টি কাস্টমস শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।