ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিশু নীরবের মৃত্যু

৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রোববার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার আব্দুল হালিম।


 
রিট আবেদনে ঢাকা শহরে কতগুলো ঢাকনা এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকা আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া যে স্থানে পড়ে নীরব মারা গেছে সেই স্থানটি সিটি করপোরেশন নাকি ওয়াসার তা জানাতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।   

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকালে ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব শিশু নীরব। চারঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৫
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।