ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-পাটুরিয়া রেললাইনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ঢাকা-পাটুরিয়া রেললাইনের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ: দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণসহ ঢাকা-পাটুরিয়া রুটে রেললাইন স্থাপনের মাধ্যমে ট্রেন চলাচলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।



এ সময় বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণেরও দাবি জানানো হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এবং বারাঠা উত্তরণ সংঘসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, আওয়ামী লীগ নেতা অ্যাড. দীপক ঘোষ, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, বারাঠা উত্তরণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক রিপন আনসারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।