ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আদিতমারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক্টর (পাওয়ার টিলার) উল্টে চালক জাহাঙ্গীর ইসলাম (৩০) নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত জাহাঙ্গীর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে।

আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) এম এন সরকার বাংলানিউজকে জানান, জমি চাষ শেষে ট্রাক্টর নিয়ে তিনি রাস্তায় উঠছিলেন। এ সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পান জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।