ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল করবে গণজাগরণ মঞ্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল করবে গণজাগরণ মঞ্চ

ঢাকা: চৌদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ‍ও আলোর মিছিল কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

রোববার (১৩ ডিসেম্বর) গণজাগরণ মঞ্জের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।



এতে বলা হয়, ওইদিন সন্ধ্যায় শাহবাগ চত্বর থেকে আলোর মিছিল শুরু হবে। এর আগে দুপুর সাড়ে তিনটায় “জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি: মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণের কোন পথে আমরা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধে শহীদ ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।