ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাকা নিয়ে বিরোধ, সাভারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
টাকা নিয়ে বিরোধ, সাভারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

সাভার (ঢাকা): টাকা নিয়ে বিরোধের জের ধরে সাভারে ছেতারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজা।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা এলাকায় এ ঘটনা ঘটে।



ছেতারা বেগমের ছেলে শাহআলী বাংলানিউজকে জানান, বিকেলে ব্যবসার টাকা নিয়ে চাচাতো ভাই মহসিনের সঙ্গে শাহআলীর বিবাদ শুরু হলে ছেতারা বেগম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় মহসিন ও নজরুল রড দিয়ে পিটিয়ে ছেতারাকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে মুমুর্ষূ অবস্থায় ওই বৃদ্ধাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।