ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারীর প্রতীক এবার মোড়া, পানপাতা, পদ্মফুল

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
নারীর প্রতীক এবার মোড়া, পানপাতা, পদ্মফুল

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য এবার সংরক্ষণ করা হলো মোড়া, পানপাতা ও পদ্মফুলের মতো প্রতীক। এগুলোসহ মোট ১০টি প্রতীক অতিরিক্ত প্রতীক হিসেবে সংরক্ষণ করা হয়েছে।



আগে সংরক্ষিত ১০টি প্রতীকের চেয়ে প্রার্থী সংখ্যা কোনো কোনো ওয়ার্ডে বেশি হলে তখন সংশ্লিষ্ট অতিরিক্ত এই দশটি প্রতীক থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রোববার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক হিসেবে দেশব্যাপী যখন গৃহস্থালি ও মেয়েলি প্রতীক বরাদ্দ দেওয়ায় সমালোচনা চলছে, ঠিক তখন এ তালিকায় যোগ হলো একই ধরনের আরও তিনটি প্রতীক।
 
ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া নির্দেশনা থেকে জানা গেছে, মেয়র পদের জন্য অতিরিক্ত প্রতীক হিসেবে ১০টি সংরক্ষণ করেছে ইসি। সেগুলোর মধ্যে রয়েছে- মোটরসাইকেল, ক্রিকেট ব্যাট, বালতি, কাপ-পিরিচ, টেবিল, ইলিশ মাছ, টেবিলঘড়ি, আনারস, দোয়াত কলম ও মোরগ।
 
সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ১০টি অতিরিক্ত প্রতীকের মধ্যে রয়েছে- মোড়া, পানপাতা, পদ্মফুল, টিয়াপাখি, সিংহ, হেলিকপ্টার, বই, ফুটবল, বৈদ্যুতিক পাখা ও ক্যামেরা।
 
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে জন্য অতিরিক্ত ১০টি প্রতীকের মধ্যে রয়েছে- তবলা, বাঁশি, নোঙ্গর, একতারা, মাইক, টিউবওয়েল, প্রদীপ, তালা, চিংড়ি ও ডিশ অ্যান্টেনা।
 
পৌরসভা নির্বাচনের সংরক্ষিত প্রতীক
নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের সময় মেয়র পদে ৪০টি দলের জন্য ৪০টি সংরক্ষণ করে ইসি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ১২টি, সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ১০টি এবং সাধারণ কাউন্সিলর পদের জন্য ১২টি প্রতীক সংরক্ষণ করা হয়।
 
সংরক্ষিত কাউন্সিল পদের প্রতীকগুলো হলো- আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রগ, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম।
 
সাধারণ কাউন্সিলর পদের প্রতীকগুলো হলো- উটপাখি, গাজর, টিউবলাইট, টেবিল ল্যাম্প, ডালিম. ঢেঁড়শ, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাকবোর্ড ও স্ক্রু ডাইভার।
 
মেয়র পদের জন্য স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকগুলোর মধ্যে রয়েছে- ইস্ত্রি, কম্পিউটার, ক্যারামবোর্ড, চামচ, জগ, টাই, নারিকেল গাছ, বড়শি, মোবাইল ফোন, রেল ইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট।
 
আর মেয়র পদের জন্য বরাদ্দ দিতে বলা হয়েছে- ছাতা, বাইসাইকেল, চাকা, গামছা, কাস্তে, নৌকা, ধানের শীষ, কবুতর, কুঁড়েঘর, হাতুড়ি, কুলা, লাঙ্গল, মশাল, তারা, গোলাপ ফুল, মই, গরুর গাড়ি, ফুলের মালা, বটগাছ, হারিকেন, আম, খেঁজুর গাছ, উদীয়মান সূর্য, মাছ, বাঘ, গাভি, কাঁঠাল, চাবি, চেয়ার, হাতঘড়ি, মিনার, রিকশা, হাতপাখা, মোমবাতি, হুক্কা, কোদাল, দেওয়াল ঘড়ি, হাত (পাঞ্জা), ছড়ি ও টেলিভিশন প্রতীক।

গত ০২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের এ প্রতীকগুলোই প্রার্থীদের বরাদ্দ দেওয়ার জন্য বলে ইসি। এ ৭৪টি প্রতীকে সংকুলান না হলে পরবর্তীতে অতিরিক্ত প্রতীক সংরক্ষণ করে দেবে বলেও সে সময় রিটার্নিং কর্মকর্তাদের জানায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

এর ভিত্তিতেই রোববার অতিরিক্ত প্রতীক সংরক্ষণ করল নির্বাচন কমিশন।
 
২ ডিসেম্বর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মেয়েলি ও গৃহস্থালি প্রতীক দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির নির্দেশনার সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার নারী নেতারা ফ্রক, চুড়ির মতো অবমাননাকর প্রতীক বাতিলের দাবি জানান।
 
তাদের দাবির প্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের প্রতীক আর না রাখতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ নির্দেশনা দিয়েছেন বলে গত ১০ ডিসেম্বর গণমাধ্যমকে জানান ইসি সচিব। এরপরও রোববার আবারো নারীদের জন্য মেয়েলি ও গৃহস্থালি কয়েকটি প্রতীকই রাখল কমিশন।
 
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করবে ইসি।
 
** প্রতীকে প্রচারণা শুরু সোমবার, শেষ ২৮ ডিসেম্বর
** বিদ্রোহীকে দলের হুমকির অভিযোগ আমলে নেবে ইসি

বাংলাদেশে সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।