ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি উদাহরণ: টমাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি উদাহরণ: টমাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক সেক্রেটারি টমাস এ শ্যানন বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা উন্নয়নশীল অনেক দেশের কাছেই একটি উদাহরণ। শক্তিশালী ও সম্মানজনক ‘ব্র্যান্ড বাংলাদেশ’ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা যথাযথভাবে সুরক্ষিত হবে।



রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘বিইউএস-বাংলাদেশ রিলেশন: ওয়ার্কিংটুগেদার অন গ্লোবাল ইস্যুস’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

এদেশে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিয়ে রোধ ও জোরপূর্বক বিয়ে বন্ধ করাসহ আরও অনেক বিষয়ে সাফল্য অর্জন এখনো বাকি উল্লেখ করে টমাস এ শ্যানন বলেন, এই বিষয়গুলোর ভয়ংকর সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত নেতিবাচক প্রভাব রয়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সচল রাখার সাহায্য অব্যাহত রাখবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বি-পক্ষীয় বাণিজ্য নিয়মিতভাবে বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৬০০ কোটি ডলারেরও বেশি।

তিনি বলেন, সন্ত্রাসীরা বাংলাদেশকে দ্বিখণ্ডিত, দুর্বল এবং বিশৃঙ্খল দেখতে চায়। তারা চায় শতাব্দীব্যাপী চলে আসা ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে। আমাদের উভয় দেশই এই হুমকির মুখে। এটিকে পরাজিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, দেশটির দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পররাষ্ট্র বিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি নিসা দেশাই বিশওয়াল, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পররাষ্ট্র বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ম্যানপ্রিট সিং আনন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নেন্স চেয়ারম্যান মো. মুন্সী ফয়েজ আহম্মেদ, বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান প্রমুখ।

** পৌর নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান: টমাস

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।