ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

যশোরে ৬ পৌরসভায় ৩২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
যশোরে ৬ পৌরসভায় ৩২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

যশোর: যশোরের ছয় পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী, একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন তারা।


  
এদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন কাউন্সিলর প্রার্থী, কেশবপুরে একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও দুইজন কাউন্সিলর প্রার্থী,  নওয়াপাড়া পৌরসভায় দুইজন মেয়র ও ১২ জন কাউন্সিলর প্রার্থী, মণিরামপুরে তিনজন কাউন্সিলর প্রার্থী, বাঘারপাড়ায় একজন মেয়র ও চারজন কাউন্সিলর প্রার্থী এবং চৌগাছায় কাউন্সিলর পদের দুইজন রয়েছেন।  
 
যশোর পৌরসভার রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, যশোর পৌরসভায় পাঁচ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।  
 
কেশবপুর পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বাংলানিউজকে বলেন, কেশবপুর পৌরসভার ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী কোহিনুর রহমান, কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের আরিফুর রহমান এবং ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।  
 
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ বাংলানিউজকে জানান, নওয়াপাড়া পৌরসভার মেয়র পদের প্রার্থী সরদার ওলিয়ার রহমান ও এসএম মশিয়ার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  
 
এছাড়া কাউন্সিলর পদের ১নং ওয়ার্ডের প্রার্থী মিজানুর রহমান মোল্লা, একই ওয়ার্ডের অশোক কুমার কুণ্ডু, বেগ হাবিবুর রহমান, আব্দুল্লাহ বিশ্বাস, ২নং ওয়ার্ডের কামাল মোল্লা, ৩নং ওয়ার্ডের রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ডের আমির হোসেন, একই ওয়ার্ডের মাসুদ রানা, সোহেল আরমান, ৬নং ওয়ার্ডের মোস্তাক হোসেন, ৯নং ওয়ার্ডের খায়রুল সরদার ও ইকবাল কোরাইশি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  
 
মণিরামপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আল এমরান বাংলানিউজকে বলেন, মণিরামপুর পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে বলয় কুমার মণ্ডল ও নজরুল ইসলাম এবং ৫নং ওয়ার্ডে শরিফুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
 
বাঘারপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আশেক হাসান বাংলানিউজকে বলেন, বাঘারপাড়া পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী ইখতেখারুল মোস্তাক, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুন্সী মোহাম্মদ বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ডে রাসেল আহম্মেদ ও এনায়েত হোসেন লিটন এবং ৯নং ওয়ার্ডের শফিয়ার রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
চৌগাছা পৌরসভা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুস ছালেক বাংলানিউজকে জানান, চৌগাছা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদের ৫নং ওয়ার্ডের প্রার্থী আনোয়ার হোসেন ও ৬নং ওয়ার্ডের সুমন কুমার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।