ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

সিরাজগঞ্জে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সিরাজগঞ্জে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয় পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী  তাদের মনোনয়নপত্র প্রথাহার করেছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।



রোববার (১৩ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল কাদির রুমি, রায়গঞ্জে জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলাম ও বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে সিরাজগঞ্জে ১২, শাহজাদপুরে পাঁচ, বেলকুচি ছয়, রায়গঞ্জ দুই, কাজিপুর তিন ও উল্লাপাড়া দুই এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বেলকুচিতে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।