ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বংশাল থানাধীন গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।



নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, এই ঘটনায় ২ থেকে ৩ জন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে প্রথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, মার্কেটের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রথমিকভাবে জানা গেছে মার্কেট মালিকানা বা কমিটি সংক্রান্ত কোনো বিরোধে ঘটনার সূত্রপাত।

তিনি আরো জানান, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।