ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যৌন হয়রানির দায়ে কোচিং সেন্টারের শিক্ষকের জেল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
যৌন হয়রানির দায়ে কোচিং সেন্টারের শিক্ষকের জেল

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলায় যৌন হয়রানির দায়ে নুর আলম ওরফে লাল মিয়া (৩৫) নামে কোচিং সেন্টারের শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান হাবিব এ আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্ত নুর আলম জলঢাকার ডাঙাপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে এবং নুর লার্নিং কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইমান বাংলানিউজকে বলেন, কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নুর আলম যৌন হয়রানি করেন। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে এ কথা জানালে বিক্ষুব্ধ এলাকাবাসী নুর আলমকে আটক করে গণধোলাই দেয়।

পরে পুলিশ এসে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।