ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রাজশাহীতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থেকে পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলাহাট উপজেলার কাশিয়াবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন কাশিয়াবাড়ী গ্রামে অভিযান চালায় ৠাব-৫’র সদস্যরা। এ সময় অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যবসায়ীর নাম পলাশ ওরফে জাম্বু (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ সময় একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ী এলাকায় এগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।