ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়দেবপুরে ছিনতাই হওয়া ট্রাকভর্তি চাল সিলেটে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জয়দেবপুরে ছিনতাই হওয়া ট্রাকভর্তি চাল সিলেটে উদ্ধার

সিলেট: গাজীপুরের জয়দেবপুর থেকে ছিনতাই হওয়া ট্রাকভর্তি ২৭৮ বস্তা চাল সিলেটে উদ্ধার হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর কুমারগাঁও হাবিবা রেস্টুরেন্ট থেকে চালগুলো জব্ধ করে।



এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক ফখরুল ইসলাম কালামকে গ্রেফতার করেছে পুলিশ।

চালের মালিক বগুড়ার দুঁপচাচিয়া থানার আড়তদার ব্যবসায়ী সুভাস প্রসাদ কানু। বাংলানিউজকে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় একটি ট্রাকে করে ৩০০ বস্তা চাল কুমিল্লার উদ্দেশ্যে পাঠানো হয়। পথে গাজীপুরের জয়দেবপুর পূবাইল এলাকা থেকে চালভর্তি ট্রাক ছিনতাই হয় জানতে পারি। এ ঘটনায় দুঁপচাচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।   

ছিনতাইকালে ট্রাকের চালককে অন্য একটি পিকআপ ভ্যানে বেঁধে পূবাইল থেকে ১৫ কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে জানতে পারি কয়েকশ’ বস্তা চাল বদল করা হচ্ছে। সরকারি চাল ভেবে আমরা উদ্ধারে অভিযান চালাই। এরপর জানতে পারি চালগুলো ট্রাকসহ ছিনতাই হয়েছিল।

তবে ওখান থেকে ২৭৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকের কাছে চালগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।