ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকে’র অভিষেক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকে’র অভিষেক অনুষ্ঠিত

ঢাকা: জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের (ইউকে) নতুন কমিটির অভিষেক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের বনার স্ট্রিটের ‘সিটি অব প্যারিস’ হোটেলে অভিষেক শেষে নৈশভোজে যোগ দেন নতুন কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটা হয়।

এ সময় জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান শাহীন বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী। বিভিন্ন দাতব্যসেবা ও কমিউনিটির উন্নয়নে এ সংগঠন অতীতের মতো আগামীতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আজাদ চৌধুরী বাংলানিউজকে জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা সমাজসেবা, গরিব ও দুঃস্থদের জন্য সহায়তা, শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।

গত ১৬ নভেম্বর নতুন কমিটি ঘোষণা হয়। বাংলাদেশের উত্তরপ‍ূর্ব সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীরা ২০০১ গড়ে তোলেন ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ ইউকে’।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।