ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

বাংলানউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেমেছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোররাত থেকেই মানুষের এ ঢল নামে।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন সবাই। সবার হাতে ফুল ও তোড়া।

ঢাকা বিশ্ববিদ্যায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাতে লাইনে দাড়িয়েছে।

এ মুহুর্তে মিরপুর-১ নম্বর গোলচত্ত্বর থেকে মাজাররোড পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। দু’দিক থেকে হাজার হাজার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন লাইনে দাড়িয়ে।
 
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল ৮টা ৫ মিনিটে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টা ১০ মিনিটে শ্রদ্ধা জানাবেন। এরপর স্পিকারসহ অন্যান্যদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘন্টা, ডিসেম্বর, ২০১৫
আইএইচ/এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।