ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কাজী নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রায়েরবাজার বধ্যভূমি থেকে: রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল নেমেছে। শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।

এরমধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শ্রদ্ধা জানিয়েছে জাতীয় শিল্পকলা একাডেমি, লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের প্রতিনিধি দল। এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাসদের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানিয়েছেন বধ্যভূমিতে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫/আপডেট ১০১০ ঘণ্টা
এনএইচএফ/আরএইচ/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।