ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
যশোরে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর সড়কের রহমতপুর ভাগাড় এলাকায় বাসের চাপায় জামিরুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জামিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছন্দা গ্রামের পাঞ্জু হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান,  দুপুরে কনস্টেবল জামিরুল যশোর সদরের রহমতপুর ও কালীগঞ্জের বারোবারের সীমান্তবর্তী চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় যশোর থেকে চুয়াডাঙ্গাগামী শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।