ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বলধা গার্ডেনের পাশে রাস্তা দখল করে মার্কেট নির্মাণ কেন অবৈধ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘বলধা গার্ডেনের পাশে রাস্তা দখল করে মার্কেট নির্মাণ কেন অবৈধ নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনের পাশের রাস্তা ‘দখল’ করে মার্কেট নির্মাণের জন্য লিজ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার (১৪ ডিসেম্বর) এ রুল জারি করেন।



আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুকতাদির রহমান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ।

চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে  (রাজস্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী এ ওয়াই মশিহউজ্জামান।   

আদেশের পর ব্যারিস্টার মুকতাদির রহমান বলেন, প্রায় এক বছর আগে রাস্তার জায়গায় মার্কেট নির্মাণের জন্য লিজ দেওয়া হয়। এরপর মার্কেট নির্মাণ শুরু হয়। এ নিয়ে একটি ইংরেজি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে আদালতে রিট আবেদনটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।