ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরণ ইসলাম (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।



মরণ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ডানসাইন এলাকার জমির উদ্দিনের ছেলে। তিনি খিলগাঁও ত্রিমোহনী এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে খিলগাঁও স্কুল রোডের পূর্ব পাশে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে বৈদ্যুতের তার জড়ানো ছিল এবং পাশের ক’টি সংযোগ বিচ্ছিন্ন দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার ভাই সোহেল মরদেহ শনাক্ত করেন, বলেন শাহজাহান।

বাংলাদেশ সময়: ১৪০৭ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।