ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত

ঢাবির সংবাদ সম্মেলন বিকেলে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ঢাবির সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের ব্যাপারে সিন্ডিকেটের সিদ্ধান্ত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ভিসি লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নুর ই ইসলাম।

তিনি বলেন, সিন্ডিকেটের সভা চলছে। সভা শেষে সিন্ডিকেটের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতেই এ জরুরি সংবাদ সম্মেলন।

এদিকে সিন্ডিকেট সভায় উপস্থিত একটি সূত্র বাংলানিউজকে জানান, পাকিস্তানের ব্যাপারে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ হয়েছে।

এর আগে বাংলানিউজকে একটি সূত্র জানায়, এই সিন্ডিকেটেই পাকিস্তানের সঙ্গে অফিশিয়ালি সব সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ঢাবি।

গত ১ ডিসেম্বর বিজয় মিছিল শেষে উপাচার্য ঘোষণা দেন, পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক থাকবে না।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।