ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বিষ দাঁত ভেঙে দিচ্ছি, দেবো’

স্পেশাল ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘বিষ দাঁত ভেঙে দিচ্ছি, দেবো’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: একাত্তরের পরাজয় ভুলতে না পেরে অনেকে ষড়যন্ত্র করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা একে একে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিচ্ছি, ভেঙে দেবো। ’

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে উদ্দেশ্যে করে শেখ হাসিনা বলেন, ‘সেই পরাজয়কে তারা এখনও ভুলে নাই। তাদের যারা দোসর আর এজেন্ট আমাদের দেশে এখনও আছে; তারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়, অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে আবার গোলামী জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র চলছে, চলবে। ’

ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ষড়যন্ত্র ভেদ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারবে না। ’

‘আমরা একে একে তাদের বিষ দাঁত ভেঙে দিচ্ছি, ভেঙে দেবো। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে এগিয়ে নিয়ে যাবো। ’

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর একটা গল্প ছিলো বিশ্বে তারা সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী।

তাদের সঙ্গে যুদ্ধে কেউ পারে না। কিন্তু আমাদের গেরিলাদের কাছে তাদের পরাজিত হয়ে হয়েছে, পরাজিত হয়েছে তাদের দোসররা। ’
 
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুর করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫, আপডেট: ১৭৫৭ ঘণ্টা

এমইউএম/এসকে/এমএ

** বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন খালেদা
** লাখো শহীদের রক্তের সঙ্গে জিয়া বেঈমানি করেছেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।