ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় বাসের চাপায় দীপক কুমার সাহা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপক কালিহাতী উপজেলার বেতডোবা গ্রামের বাসিন্দা।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মামুন বাংলানিউজকে জানান, দুপুরে দীপক শ্বশুরবাড়ি শিবপুর থেকে মোটরসাইকেলে করে কালিহাতী যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কাছে এলে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দীপকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।