ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে পরীক্ষা দিলো সেই সৌরভ

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
অবশেষে পরীক্ষা দিলো সেই সৌরভ শাহাদত হোসেন সৌরভ

গাইবান্ধা: অবশেষে বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভ।  

ভালোভাবে হাঁটতে না পারায় সোমবার (১৪ ডিসেম্বর) মায়ের সঙ্গে রিকশায় করে গিয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নেয় চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ।

রোববার (১৩ ডিসেম্বর) তার পরীক্ষা শুরু হয়।

সৌরভ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে ও গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।  

সাজু মিয়া বাংলানিউজকে জানান, সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন তার চিকিৎসা শেষে ২৬ অক্টোবর বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় সৌরভের পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

সৌরভ বাংলানিউজকে জানায়,  সে অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেনি। বাড়িতেও লেখাপড়া করতে না পারায় প্রস্তুতিও ভালো হয়নি। তবু পাস করলে পঞ্চম শ্রেণিতে উঠতে পারবে ভেবে তার ভালো লাগছে।

গত ০২ অক্টোবর ভোরে গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় শিশু সৌরভ।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।