ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে’র আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে’র আলোচনা সভা

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, বাংলাদেশকে মেধাশূন্য করে দীর্ঘকাল পঙ্গু রাখার নীল নকশার পরিকল্পনা হাতে নিয়ে ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে এরই মধ্যে জড়িত দোসর কয়েকজনের বিচার সম্পন্ন হয়ে শাস্তি কার্যকর হয়েছে।

বাকিরাও বিচারের আওতায় রয়েছেন। ফলে কলঙ্কমুক্ত হয়ে স্বাধীনতার প্রকৃত স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় প্রেসক্লাবের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিইউজে’র একাংশের সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু। বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান, ডিইউজে’র সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, বিএফইউজে’র নির্বাহী সদস্য সৈয়দ মেসবাহ উদ্দিন।

আলোচনায় আরও অংশ নেন মিজানুর রহমান চৌধুরী, ফজলুল হক ভূঁইয়া রানা, বদিউজ্জামান, আবদুল্লাহ ফেরদৌস, আব্দুল বাসেদ মিয়া, আবু বকর, মশিউর রহমান রুবেল, তালুকদার রুমী, তাহমিনা আক্তার, রাসেল কবির, কাওসার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আইএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।