ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবীদের স্মরণে ফরিদপুরে আলোর মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বুদ্ধিজীবীদের স্মরণে ফরিদপুরে আলোর মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘আলোর প্রজ্জ্বলনে কাটুক অন্ধকার’/‘তোমাদের এই ঋণ কোনো দিনও শোধ হবে না’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফরিদপুরে বিভিন্ন সংগঠন মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধায় ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয় এ মিছিল।



মিছিলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশাত মাহমুদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক অশরাফুল ইসলাম রুবেল, আশিকুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. ইমামুল মিয়া আজম, রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিঠুন কর্মকার, সাধারণ সম্পাদক মো. কাওছার আকন্দসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মৌন মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা করেছে মধুখালী প্রেসক্লাব ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সন্ধ্যায় মধুখালী ঈদগাঁ মাঠ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর আগে একটি মৌন মিছিল নিয়ে সেখানে আসেন উপজেলার সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বকু, প্রেসক্লাবের সভাপতি কাজল বসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।