ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার প্রত্যাহার

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও কলারোয়া পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে সাতক্ষীরা থেকে প্রত্যাহার করে খুলনায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।



সোমবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও কি কারণে তাকে বদলি করা হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি আবুল হোসেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে নবাগত জেলা নির্বাচন অফিসার আহম্মেদ আলীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আইন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের  আগে অন্য নির্বাচিত পদে থাকলেও সেই পদ থেকে পদত্যাগ করতে হয়। কিন্তু আমিনুল ইসলাম লাল্টু ভাইস চেয়ারম্যানের পদ থেকে ৫ ডিসেম্বর পদত্যাগ করলেও তার পদত্যাগপত্রে ৩ ডিসেম্বর তারিখ উল্লেখ ছিল।

বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসায় আবুল হোসেনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে সোমবার খুলনায় বদলির আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।