ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে আগুনে পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভৈরবে আগুনে পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে মদিনা চানাচুর ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছেন।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে মদিনা চানাচুর ফ্যাক্টরির ভেতরে হঠাৎ করে আগুন লাগে। দ্রুত তা প্রতিষ্ঠানের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। এর আগেই প্রতিষ্ঠানের বেশিরভাগ অংশই পুড়ে যায়।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আক্কাস বাংলানিউজকে জানান, আগুনে চানাচুর ফ্যাক্টরির প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু মালিকপক্ষের দাবি এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) অরুণ কুমার বসাক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।