ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ধুনটে ২ মাদক ব্যবসায়ী কারাগারে ছবি : প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।



এরা হলেন, সিরাজগঞ্জ সদরের সালুয়াভিটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৫) ও ধুনট উপজেলার খাটিয়ামারি গ্রামের কোরবান আলীর ছেলে আবু তালহা ওরফে ডাল বাবু (২৪)।

এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে ধুনট উপজেলার মথুরাপুর-একডালা রাস্তার খাটিয়ামারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আবু তালহাকে এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।

পরে ধুনট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।