ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরের বিভিন্ন সন্ত্রাসী ঘটনা

এখন পর্যন্ত আটক ১৮ জেএমবি

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এখন পর্যন্ত আটক ১৮ জেএমবি

রংপুর: রংপুরে হোসি কুনিও, রহমত আলী ও রুহুল আমিন হত্যাকাণ্ড ও দিনাজপুরের ধর্মযাজক ইতালির নাগরিক ডা. পিয়েরোকে গুলিসহ মন্দির এবং মেলায় হামলার  ঘটনায় চার জেলা থেকে এ পর্যন্ত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৮ সদস্যকে ‍আটক করা হয়েছে।

এর মধ্যে রংপুরে সাতজন, দিনাজপুরে পাঁচজন, গাইবান্ধায় তিনজন ও লালমনিরহাটে তিনজন ‍আটক করা হয়।


 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরে ডিআইজির কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়।

ডিআইজি হুমায়ুন কবীর জানান, আটক ১৮ জনের মধ্যে রিমান্ডে রয়েছেন ইসহাক ‍আলী, মাসুদ রানা, আবুল খায়ের, ফুয়াদসহ কয়েকজন।

এদের মধ্যে ইসহাক আলীর ‍বাড়ি পীরগাছার টাঙ্গাইল পাড়ায়। তিনি জেএমবির উত্তরাঞ্চলের অস্ত্র ভাণ্ডার দেখাশোনা করতেন।

তিনি আরো জানান, ইসহাক আলীর বড় ভাই ইনসাক আলী। তিনি জেএমবি উত্তরাঞ্চলের শাখা প্রধান। তিনি বর্তমানে লিবিয়া অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সব কিছু পরিচালনা করছেন।


এ সময় উপস্থিত ছিলেন আট জেলার পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।