ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ২ মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
গোপালগঞ্জে ২ মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা (৬৫) ও  হাসমত আলী মোল্লার (৬৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার কাঠি ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।



পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মানুষ এ দুই মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নেন।
 
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বদরুদ্দোজা বদরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা নিহত হন। এ খবর পেয়ে তার মরদেহ দেখতে যাওয়ার পথে বিকেল ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার সহযোদ্ধা হাসমত আলীও মারা যান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।