ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফারুকের মৃত্যুতে দায়ীদের বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সাংবাদিক ফারুকের মৃত্যুতে দায়ীদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ ফারুক নিহত হওয়ার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।



মানববন্ধনে সাংবাদিক নেতা সাবান মাহমুদ, জামাল উদ্দিন, সোহেল রহমানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা বলেন, সড়ক দুর্ঘটনাসহ কোনো সাংবাদিক হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। কাকরাইল মোড়ে যেখানটায় আবদুল্লাহ ফারুককে ট্রাক চাপা দেয়, সেই একই জায়গায় সাংবাদিক দিনেশ দাশসহ একাধিক সাংবাদিক গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন। কিন্তু কোনো হত্যার বিচার হয়নি। সাগর-রুনি হত্যার বিচার হয়নি।

এ সময় আবদুল্লাহ ফারুকের মৃত্যুকে হত্যা বলে অভিহিত করে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে কাকরাইল মোড়ে ট্রাক চাপায় নিহত হন দৈনিক কালের কণ্ঠের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ ফারুক।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।