ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রশাসন-প্রেস লিখে যাত্রী পরিবহন বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
প্রশাসন-প্রেস লিখে যাত্রী পরিবহন বন্ধের দাবি ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশাসন ও প্রেস লিখে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে বেআইনীভাবে ভাড়ায় যাত্রী পরিবহনের প্রতিবাদে এবং এসব বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।



মানববন্ধনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. সোবহান বলেন, ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় প্রাইভেট সিএনজি (সিএনজিচালিত অটোরিকশা) ও প্রাইভেটকারে যাত্রী পরিবহন করা হয়, যা বেআইনী। এর ফলে যারা মিটারে সিএনজি চালান, তারা নানা সমস্যায় পড়ছেন। একই সঙ্গে যাত্রীরাও নানা সমস্যায় পড়ছেন। তাই আমাদের দাবি, শিগগিরই এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।