ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ট্যাঙ্কলরি-নসিমন সংঘর্ষ

সিরাজগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সিরাজগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৯ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তেলাবাহী ট্যাঙ্কলরি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড় মহারাজপুর গ্রামের মৃত হাসেন আলীর তিন ছেলে মকবুল (৪৭), গফুর (৩৮) ও জালাল (৪০), রেজাউল হকের স্ত্রী ফিরোজা খাতুন (২০), জালালের স্ত্রী অঞ্জনা খাতুন (৩৩), রজব আলীর শিশু কন্যা বন্যা (৯)  মৃত সুরমান প্রামাণিকের স্ত্রী অজুফা (৬০), নসিমনের চালক একই গ্রামের আব্দুস সবুরের ছেলে সোবাহান (৩৮) ও তারা মিয়ার স্ত্রী রেনু খাতুন (৩২)।

আহতদের সিরাজগঞ্জের শাহজাদপুর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, সকাল ৭টার দিকে উল্লাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি নসিমন শাহজাদপুরে যাচ্ছিল। পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় উত্তরবঙ্গগামী তেলবাহী একটি ট্যাঙ্কলরির সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্যাঙ্কলরিটিও রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু ও ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।

পরে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেনু খাতুন নামে আরো একজনের মৃত্যু হয়।

এদিকে জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

এছাড়া, ট্যাঙ্কলরি মালিক সমিতির পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

** সিরাজগঞ্জে ট্যাঙ্কলরি-নসিমন সংঘর্ষে নিহত ৮
** শাহজাদপুরে বাসচাপায় নিহত ১, আহত ৫

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।