ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি দিঘলকোনা এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন-লাউচাপড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জাহিদ (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে বোরহান (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, দিঘলকোনা এলাকায় হাতি এসেছে শুনে এলাকাবাসীর সঙ্গে তারাও হাতি দেখতে যান। দূর থেকে দেখতে না পেয়ে হাতির খুব কাছাকাছি যান জাহিদ ও বোরহান। এ সময় তারা আক্রমণের শিকার হন। এদের মধ্যে জাহিদের অবস্থা আশঙ্কাজনক।

পরে স্থানীয়দের সহযোগিতায় হাতির কবল থেকে তাদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।