ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিইউজে’র বিজয় দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় বিইউজে’র বিজয় দিবসের আলোচনা সভা

বগুড়া: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বিইউজে’র সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সহ-সভাপতি জিয়া শাহীন, কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, সবুর আল মামুন প্রমুখ।
 
বক্তারা বলেন, বিজয়ের ৪৪তম বার্ষিকী দেশের মানুষের মাঝে নতুন মাত্রা যোগ করেছে। সদ্য অবমুক্ত ছিটমহলবাসীদের বিজয় উৎসব যেন ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। সম্প্রতি দেশের প্রধান দুই যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

এই বিজয়োৎসব ধরে রাখতে ও জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে অবিলম্বে দেশের সব রাজাকার-আলবদর-আলসামসের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।